এক মাদক বিক্রেতার ৫ বছর কারাদন্ড

শাহীন হাসান, বিশেষ প্রতিনিধি ॥ বরিশাল আদালতে বাবুগঞ্জের এক মাদক বিক্রেতার ৫ বছর সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।  গতকাল প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় প্রদান করেন। অপরাধ প্রমানিত না হওয়ায় অপর দু’জনকে বেকসুর খালাস প্রদান করা হয়। রায় প্রদানকালে দন্ডপ্রাপ্ত যুবক মোঃ জাহাঙ্গীর আলম, পলাতক ছিল। মামলা সূত্রে জানা যায়, বাবুগঞ্জ উপজেলার ক্যাডেট কলেজ সংলগ্ন সড়কে ২০০৭ সালের ১১ নভেম্বর রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় থানা পুলিশ। এসময় ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর ফেন্সিডিল রেখে পালিয়ে যায়। এ ঘটনায় এস.আই আঃ হক বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদক আইনের মামলা দায়ের করে। তদন্তকারী কর্মকর্তা ২০০৮ সালের ২৪ মার্চ বাবুগঞ্জের মোঃ জাহাঙ্গীর আলম মোজাফ্ফর ও মোঃ কুদ্দুস এর বিরুদ্ধে ১৯৭৪ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৫ (বি) ধারায় অভিযোগ পত্র দাখিল করেন। মামলাটি বিচারের জন্য বরিশাল স্পেশাল ট্রাইব্যুনালে  প্রেরিত হলে স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে গতকাল এ রায় ঘোষণা করা হয়।