গৌরনদীতে ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের এক জরুরী প্রতিবাদ সভা মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোহন চক্রবর্তী, খোকন সরদার, বজলুল হক হাওলাদার, বদরুজ্জামান খান সবুজ, মোস্তফা সরদার, মোঃ নান্নু মৃধা, শিমুল সরদার, গনেশ বাড়ৈ, লাভলু খান প্রমুখ।

বক্তারা বলেন, নিজেকে সাধু সাজাতে র‌্যাবের হাতে গ্রেফতারের পর প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছে বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের ফেনসি সম্রাট জাফর আকন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলার নন্দনপট্টি গ্রামের মোঃ সফি মৃধার পুত্র, বার্থী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য, মৎস্য ব্যবসায়ী ও যুবলীগ নেতা মোঃ নান্নু মৃধা অভিযোগ করে বলেন, তার সাথে কখনো কোনদিন কটকস্থল গ্রামের আব্দুল আজিজ আকনের পুত্র গ্রেফতারকৃত জাফর আকনের সাথে কোন সম্পর্ক ছিলো না। এছাড়াও সে (জাফর) বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় তার সাথে কোন সম্পর্ক থাকার কথাও নয়। এদিকে সোমবার রাতে বরিশাল র‌্যাব-৮’র সদস্যদের হাতে বিপুল পরিমান ফেনসিডিলসহ জাফর আকন গ্রেফতার হয়। গ্রেফতারের পর জাফর প্রতিপক্ষ নান্নু মৃধাকে ফাঁসাতে র‌্যাবের কাছে বিভিন্ন সময় বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে। এ যেন উদোর পিন্ডি বুধোর ঘাড়ে। নান্নু মৃধাকে জড়িয়ে জাফরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন ইউপি চেয়ারম্যান, মেম্বার ও এলাকাবাসীরা।

অপরদিকে এ ঘটনায় এলাকাবাসী মঙ্গলবার গ্রেফতারকৃত জাফরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।