আগৈলঝাড়ায় চিকিৎসারত গৃহবধূকে অপহরণের চেষ্টা

আগৈলঝাড়া প্রতিনিধি ॥ আগৈলঝাড়া হাসপাতালে চিকিৎসারত অবস্থায় এক গৃবধূকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণকারীরা ধাওয়া খেয়ে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা জানতে পেরেছে। গৃহবধূসূত্রে জানা গেছে, উপজেলার পাকুরিতা গ্রামের পরিতোষ পান্ডের মেয়ে শিক্তা পান্ডে প্রেম করে বাকাল গ্রামের হাসান খোন্দকারের ছেলে সাইদুল খোন্দকারকে ১ বছর পূর্বে বিবাহ করে। বিয়ের পর থেকে শিক্তার মা শংকরী পান্ডে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য মেয়েকে চাপ প্রয়োগ করে। শিক্তা একারণে ৬বার বাবার বাড়ি থেকে অন্যত্র পালিয়ে যায়। সম্প্রতি মেয়ের মা শংকরী পান্ডে বরিশালের ব্যবসায়ী তপন দাস নামে এক ছেলেকে বিয়ে দেয়ার জন্য সিদ্ধান্ত নেয়। বিয়ের কথা শুনে শিক্তা গত মঙ্গলবার বিকেলে বিষপান করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতেই শিক্তার মা শংকরী পান্ডে ও হাসপাতালের নাইটগার্ড নারায়ণের সহযোগিতায় তপন দাসসহ ৫-৬ জন অপহরণকারীর একটি দল মাইক্রোবাস নিয়ে উপজেলা হাসপাতালের চিকিৎসারত শিক্তাকে নিয়ে যাওয়ার সময় চিৎকার দিলে হাসপাতালের অন্য রোগীরা টের পেয়ে ধাওয়া করে অপহরনকারীকে। অপহরণকারীরা এসময় মাইক্রোবাস নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এব্যাপারে আজ  বুধবার সকালে থানার এসআই জহিরুল হাসপাতালে চিকিৎসাধীন শিক্তার সাথে কথা বলে ঘটনার সত্যতা জানতে পারেন।