এস.এস.সি পরীক্ষা – গৌরনদীতে জিপিএ-৫ – পেয়েছে ৮৪ জন শিক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ এবারের এস.এস.সি পরীক্ষায় বরিশালের গৌরনদী উপজেলায় বরাবরের ন্যায় মেধা তালিকায় র্শীষে রয়েছে পালরদী মাধ্যমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ে ১৯ টি জিপিএ-৫ সহ উপজেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৮৪ জন শিক্ষার্থী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিপিএ-৫’র তালিকায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তা হচ্ছে-পালরদী মাধ্যমিক বিদ্যালয়-১৯, বার্থী মাধ্যমিক বিদ্যালয়-৮টি, বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়-৮টি, টরকী ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়-৭টি, গৌরনদী গার্লস হাইস্কুল-৬টি, নাঠৈ রিজিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়-৬টি, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়-৫টি, নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়-৪টি, চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়-৩টি, পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়-৩টি, মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়-২টি, নুরজাহার বালিকা মাধ্যমিক বিদ্যালয়-২টি, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়-২টি, খাঞ্জাপুর মাধ্যমিক বিদ্যালয়-২টি, মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়-২টি, হোসনাবাদ হাইস্কুল-১টি, কান্ডপাশা মাধ্যমিক বিদ্যালয়-১টি, সরিকল মাধ্যমিক বিদ্যালয়-১টি, মেদাকুল মাধ্যমিক বিদ্যালয়-১টি ও টরকী গার্লস হাইস্কুল-১টি।