চাঁদার দাবিতে মুক্তিযোদ্ধার ব্যবসায়ী প্রতিষ্ঠানে তালা ঝুঁলিয়ে সাইনবোর্ড টাঙ্গিয়েছে সন্ত্রাসীরা

গৌরনদী সংবাদদাতা ॥ দুই লক্ষ টাকা চাঁদার দাবিতে বাংলাদেশ সংযুক্ত তাঁতী সমবায় সমিতি লিমিটেডের বরিশালের উজিরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক, সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা তাঁতী এনামুল হকের ব্যবসায়ী প্রতিষ্ঠানে তালাবদ্ধ করে সাইনবোর্ড ঝুঁলিয়েছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।

তাঁতী এনামুল হক অভিযোগ করেন, হস্তিশুন্ড গ্রামের চিহ্নিত সন্ত্রাসী মনির হাওলাদার, আলম মৃধা ও তাদের সহযোগীরা দীর্ঘদিন থেকে তার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। তাদের দাবিকৃত টাকা দিতে অস্বৃকিতী জানালে সম্প্রতি সন্ত্রাসীরা খোলনা হস্তিশুন্ড ঈদগাহ মার্কেটের মুক্তিযোদ্ধার ব্যবসায়ী প্রতিষ্ঠানে তালাবদ্ধ করে সাইনবোর্ড ঝুঁলিয়ে দেয়। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা এনামুল হক উজিরপুর থানা ও বরিশাল আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে গত মঙ্গলবার থানা পুলিশ সন্ত্রাসী মনিরের টাঙ্গানো সাইনর্বোড খুলে নিয়ে যায়। এরপরে পূর্ণরায় বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা আবারো মুক্তিযোদ্ধার দোকান ঘর দখল করে সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়েছে। মুক্তিযোদ্ধা তাঁতী মোঃ এনামুল হক সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।