বাকেরগঞ্জের এক শিক্ষক স্ত্রীর মামলায় ওয়ারেন্ট নিয়ে ঘুরছে

আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ স্ত্রীর যৌতুকসহ হুমকীর অভিযোগের মামলার ওয়ারেন্ট মাথায় নিয়ে বাকেরগঞ্জের রুপারজোর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এসএম জসিমউদ্দিন পালিয়ে বেড়াচ্ছে। স্ত্রী সুবর্না আক্তার শিক্ষক স্বামীর বিরুদ্ধে অভিযোগের প্রতিকার ও গ্রেফতারের দাবীতে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে। ২৪ নভেম্বর বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা কর্মকর্তা  বরাবরে এ ব্যাপারে আবেদন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবর্না আক্তারের চলতি বছরের ২৯ জুলাই বিয়ে হয়। বিয়ের সময় তিন লক্ষ টাকার উপঢৌকন দেয়ার পর নতুন করে আরো নগদ দুই লাখ টাকা যৌতুক দাবীতে বিভিন্ন সময় স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনকে ভয়ভীতি হুমকী দিয়ে আসছিল।

এই অভিযোগে শ্বশুড় অব: সরকারী কর্মকর্তা শাখাওয়াত হোসেন ঢাকার তুরাগ থানায় একটি জিডিভুক্ত (নং ৯০৪ তারিখ: ২৪-৯-২০১১) করেন। পুলিশ অভিযোগের বিষয়ে তদন্ত করে ৫০৬ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ঐ মামলায় শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। এছাড়া জসিম উদ্দিনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে যৌতুক দাবীর অভিযোগে একটি মামলা নং ১২৮৭/১১ বিচারাধীন রয়েছে। জসিম বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম কৃষ্ণনগর এলাকার আ: লতিফ সিকদারের পুত্র।