শিশুদের মেধা বিকাশে শিক্ষাভিত্তিক সহজ সিলেবাস প্রণয়নের কোন বিকল্প নেই

বরিশাল প্রতিনিধি ॥ বরিশালের কিন্ডার গার্টেন প্রধান ও পরিচালকদের নিয়ে  আজ ২৫ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নগরীর এ কে স্কুল মিলনায়তনে ‘আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্যে করনীয়’ শীর্ষক  মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বরিশাল ইসলামীয়া লাইব্রেরীর উদ্যোগে অনুষ্ঠিত এ মুক্ত আলোচনায় সভাপতিত্ব করেন বরিশাল কিন্ডার গার্টেন ফোরামের চেয়ারম্যান মোকসেদ আলী দেওয়ান।

ড. মোঃ আকতারুজ্জামান নকীবের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামীয়া লাইব্রেরীর পরিচালক আবুবকর ছিদ্দিক। আলোচনায় মতামত পেশ করেন বরিশাল পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক অধ্যাপক আনোয়ার হোসাইন, কর্নকাঠী আবদুল লতিফ কিন্ডার গার্টেনের পরিচালক মামুন সরদার গনি, স্বপ্নালয় আইডিয়াল স্কুলের পরিচালক ইলিয়াস হোসেন সুমন, বরিশাল ক্যাডেট মাদরাসার মাওলানা গাজী আবু ইউসুফ, নীপবন প্রিপারেটরি স্কুলের আবদুস সোবাহান বাচ্চু ও আতিকুর রহমান, আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক অধ্যাপক মুয়াজ্জম হোসাইন, আল-ইত্তেহাদ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আরিফুর রহমান বিশ্বাস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালকরা মুক্ত আলোচনায় তাদের মতামত তুলে ধরেন। তারা বলেন, কোমলমতি শিশুদের পড়াশোনার জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি না করে বিনোদন ও নৈতিকতা সমৃদ্ধ পাঠ্যবই প্রণয়ন করা প্রয়োজন। তাদের মানসিক বিকাশ এবং আদর্শ-দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নৈতিক শিক্ষাভিত্তিক সহজ সিলেবাস প্রণয়নের কোন বিকল্প নেই।