ছাত্র কল্যাণের কমিটি নিয়ে উত্তপ্ত শেবাচিম ক্যাম্পাস

শাহীন হাসান ॥ শেবাচিমে ছাত্র কল্যাণের নতুন কমিটি না হওয়ায় ক্যাম্পাস আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। গোয়েন্দা প্রশাসন সূত্রে জানা যায়, যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারে। সাধারণ শিক্ষার্থীদের দাবি- ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হোক। জানা যায়, গত ১০ দিনে ক্যাম্পাসে ৫টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। নেপথ্যের কারণ, নতুন কমিটি। এই নতুন কমিটির জন্য কিছু ছাত্রলীগ নামধারী কতিপয় নেতারা ক্যাম্পাসের পরিবেশ বিঘিœত করছে। এ বিষয় সাধারণ শিক্ষার্থীরা জানান, ছাত্র কল্যাণের কমিটি হয়ে গেলে ক্যাম্পাসের পরিবেশ ফিরে আসবে। আমরা চাই যোগ্য নেতা পদ পেয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, অশ¬ীলতা মুক্ত হোক। সাবেক ছাত্র কল্যাণের এক নেতা জানান, ছাত্র কল্যাণের ভিপি, জিএস, এজিএস এই ৩টি পদ খুবই গুরুত্বপূর্ণ। এরাই ক্যাম্পাসকে সুন্দর ভাবে চালাতে পারে ইচ্ছা করলে। তিনি সাবেক এক ভিপির চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ দুশ্চরিত্রের অনেক কথা বর্ণনা করেন। এখানে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত হচ্ছে সবার ঊর্ধ্বে। এ বিষয় কলেজ নব্য অধ্যক্ষ ডা. শহিদুল ইসলাম আলাপ কালে জানান, আমরা শীঘ্রই নতুন কমিটির চিন্তা ভাবনা করছি। চাচ্ছি ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরাতে।