শেরেবাংলা স্কুলের তালা ভাঙ্গা নিয়ে তুলকালাম কাণ্ড

বরিশাল সংবাদদাতাঃ এখনো জানা যায়নি নগরীর বৈদ্যপাড়া শেরেবাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের লাইব্রেরীর স্টীল আলমিরার তালা ভেঙ্গে ফেলার রহস্য। স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি শ্রমিক লীগের আফতাব।

স্কুল সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর শ্রমিক লীগ সভাপতি আফতাব তার সঙ্গীয় ছাত্রলীগের মহানগর সভাপতি জসিম উদ্দিন, বাকসু কর্ম পরিষদের ভিপি মঈন তুষার ও জুবায়ের সহ কয়েকজন মিলে হঠাৎ দুপুর ২টার দিকে স্কুলে প্রবেশ করে রেজুলেশন বই ও সিল নেয়ার অজুহাতে লাইব্রেরীর স্টীল আলমিরা ভেঙ্গে ফেলে। ভাঙ্গতে গিয়ে তিনি চাবি কাটানোর লোক খবর দিয়ে পুনরায় তা এমন ভাবে আটকানোর ব্যবস্থা করে যা কিনা প্রকৃত চাবি দিয়ে খুলতে চেষ্টা করলেও খোলা সম্ভব হয়নি। এ সময় স্কুলের কর্মী ওমর ফারুক এবং মোজাম্মেল সহ এক শিক্ষিকা বিষয়টি প্রত্যক্ষ করে। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মো. ওজিউল্লাহ থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানান। গত দু’দিন কেন ডায়েরি করা হয়নি প্রশ্নের উত্তরে প্রধান শিক্ষক বলেন, জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা বোধ করছি তাই করিনি। এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি আফতাব হোসেন বলেন, এ রকম কোন ঘটনাই ঘটেনি। সব সাজানো নাটক। বহিরাগত কিছু লোকজনের কারসাজি। স্থানীয় কতিপয় ছাত্রলীগের কিছু বখাটে যুবকরা এ রকম একটি ষড়যন্ত্র মূলক নাটক সাজিয়েছে। তিনি দু’একদিনের মধ্যে পুরো বিষয়টির সত্যতা নিশ্চিত করবেন বলে জানান।