উজিরপুর মুক্ত দিবস পালিত

নিজস্ব সংবাদদাতাঃ স্বাধীনতার ৪০ বছর পর এবারই প্রথম র‌্যালী ও আলোচনার মধ্য দিয়ে গতকাল সোমবার বরিশালের উজিরপুর মুক্ত দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে সকাল দশটায় র‌্যালী ও দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে র‌্যালী বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়। শেষে ৯নং সেক্টর কমান্ডার মেজর এম.এ জলিলের স্মৃতিস্তম্ভে পুস্পঅর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, উপজেলা নির্বাহী অফিসার দেবী চন্দ, মুক্তিযোদ্ধা কমান্ডের বরিশাল জেলার ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক বীর বিক্রম, উজিরপুর উপজেলা কমান্ডার আঃ ওয়াদুদ সরদার, মুক্তিযোদ্ধা আ.ন.ম হাকিম বাহারাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস.এম জামাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আঃ মজিদ সিকদার বাচ্চু প্রমুখ।