ষ্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তাদের সাথে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দের একান্ত বৈঠক

হাকিকুল ইসলাম ইসলাম, ওয়াশিংটন ডিসিঃ গত ৫ ডিসেম্বর বিকেল ৩টায় যুক্তরাষ্ট্রের ষ্টেট ডিপার্টমেন্টে সাউথ ইষ্ট এশিয়ান ব্যুরো ও বাংলাদেশ ব্যুরো প্রধান এন্থনী ডীন ট্রাংকিনা ও জোয়ানা শেঙ্কিও এর সাথে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি ও ওয়াশিংটন মেট্রো বিএনপির সভাপতি সরাফত হোসেন বাবু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ, কেন্দ্রীয় যুবদলের তথ্য ও গবেশনা সম্পাদক তোফায়েল আহমেদ, ওয়াশিংটন মেট্রো বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: তোফায়েল আহমেদ এক গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। বাংলাদেশে আওয়ামী দু:শাসন, টিপাইমূখ বাঁধ নির্মান বন্ধে সরকারের অনীহা, ঢাকা সিটি কর্পোরেশনকে দুভাগ করা, বাংলাদেশে সরকার পদ্ধতি পুর্ণবহাল, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্যে বাংলাদেশে আমেরিকান পর্যবেক্ষক প্রেরণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান সহ বিএনপির সকল নেতা কর্মীর বিরুদ্ধে সকল মিথ্যা ও বানোয়াট মামলা  প্রত্যাহার, ঢাকা সিটির মেয়র সাদেক হোসেন খোকা সহ বিএনপির এমপি ও নেতাকর্মীদেও উপর বর্বোরোচিত হামলা ও বাংলাদেশ আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ষ্টৈট ডিপার্টমেন্ট কর্মকর্তাগণ বলেন, বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সর্ম্পকে আমেরিকান সরকার অবহিত। টিপাইমূখ বাঁধ নির্মাণে ভারতীয় মনোভাব খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে উল্লেখ করেন।  কর্মকর্তাগণ বলেন, যে কোন ধরনের মানবতা বিরোধী কর্মকান্ড আমেরিকা সমর্থন করেন না। সকলের কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্যে আমেরিকান সরকার গুরুত্বেও সাথে কাজ করছেন বলে তারা জানান।

সব শেষে টিপাই মুখ বাঁধ সম্পর্কিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নদী বিশেষজ্ঞদের ছবি সম্বলিত অনেক গবেষনামূলক লেকা স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেন এবং এ ব্যাপারে বাংলাদেশের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।