সৈয়দ আবুল হোসেনকে অপসারণ করায় তার গ্রামে মিষ্টি বিতরণ

নিজস্ব সংবাদদাতাঃ মন্ত্রীসভা রদবদলে সৈয়দ আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে অপসারণ করায় খুশি হয়ে তার নিজ এলাকা মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার ইউপির ডাসার গ্রামের কাঁঠালতলা বাজারে ও পার্শ্ববর্তী কাজীবাকাই ইউপির ফজলগঞ্চ বাজারে এক মণ ১০ কেজি মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মন্ত্রীসভার রদবদলের খবর পত্রপত্রিকায় মাধ্যমে জানতে পেরে স্থানীয়রা ফজলগঞ্জ বাজারে জড়ো হন। উপস্থিত লোকজনের পক্ষে কাজীবাকাই ইউপির সাবেক চেয়ারম্যান হাজী এচাহাক তালুকদারের ছেলে উজ্জ্বল তালুকদার সকাল ৯টায় ফজলগঞ্জ বাজারে ও সাড়ে ১০টায় মন্ত্রীর নিজ এলাকা ডাসার গ্রামের কাঠালতলা বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন। তিনি জানান, কালকিনিসহ সারাদেশে যোগাযোগ ব্যবস্থার দুরাবস্থা ও পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করতে না পারায় সৈয়দ আবুল হোসেন সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। যোগাযোগ মন্ত্রণালয়ে থেকে সাধারণ মানুষকে তিনি দূর্ভোগ ছাড়া কিছুই দিতে পারেননি। তাকে এ মন্ত্রণালয় থেকে সড়িয়ে দেয়া সময়োপযোগী পদক্ষেপ। খুশি হয়ে সবাইকে মিষ্টি মুখ করানো হয়েছে।

শওকত হোসেন সিকদার, টিপু ব্যাপারী ও ইকবাল তালুকদারসহ একাধিক এলাকাবাসী মিষ্টি খাওয়ার কথা স্বীকার করেছেন। তারা বলেন, খুশি হয়েই সবার সহযোগীতায় মিষ্টি কেনার টাকা দেয়া হযেছে।

উল্লেখ্য যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সড়িয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।