বরিশালে নিখোঁজ ইউপি সদস্যের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতাঃ বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড বরেরভিটা নামকস্থান সংলগ্ন কালিজিরা নদী থেকে ভাসমান অবস্থায় শনিবার দুপুরে নিখোঁজ এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মতিয়ার রহমান জানান, গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ও মৃত নূর আলীর পুত্র ফরিদ উদ্দিন রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় গত ৫ ডিসেম্বর কোতয়ালী থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে স্থানীয়রা কালিজিরা নদীতে নিখোঁজ ইউপি সদস্য ফরিদের ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। নিহত ফরিদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা চৌধুরী  জানান, ফরিদ উদ্দিন জাগুয়া ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য ছিলেন। একই সাথে সে ওই ওয়ার্ড বিএনপির নেতা। তাদের আত্মীয়-স্বজনদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এ ব্যাপারে জাগুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলু সরদার বলেন, ফরিদ উদ্দিন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ছিলেন। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।