বরিশালে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দবস পালনোপলক্ষে আ’লীগের প্রস্তুতি সভা

বিশেষ প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্নকে সফল এবং দেশনেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়কে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের এই সরকারকে ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকতে হবে।

গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের উদ্যোগে নগরীর কেন্দ্রীয় আ’লীগ অফিস কক্ষে আগামী ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবি দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভায় বরিশাল-১ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুচ উপরোল্লিখিত বক্তব্য দেন। তিনি আরো বলেন যে, একটা অশুভ চক্র মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করে আসছে। সুতরাং দেশে রাজাকার নির্মূলের জন্য আরেকটি যুদ্ধ দরকার হবে। আমাদেরকে সর্বদা সাধারণ জনগণের পক্ষে কাজ করতে হবে। গতকালের সভায় সভাপতিত্ব করেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মুনসুর আহম্মদ, জেলা  কৃষকলীগ সভাপতি সাইফুল আলম গিয়াস, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক একেএম জাহাঙ্গীর, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ গোলাম মাসুদ বাবলু, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী কাজী মঞ্জুয়ারী গিয়াস, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী শারমিন মৌসুমী কেকা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কহিনুর বেগম প্রমুখ। সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে নগরীর কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন, দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল সাড়ে ৮টায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে শহীদ বেদীতে গমন ও পুষ্পার্ঘ অর্পণ, বিকেল ৩টায় সোহেল চত্বরে আলোচনা সভা।

অপরদিকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন উপলক্ষে সকাল ৯টায় নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ, সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হবে। র‌্যালিকে সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীকে উপস্থিত থাকারও আহবান জানান। এদিকে আওয়ামী সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, আ’লীগের কার্য নির্বাহী সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ ও সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাড. শওকত হোসেন হিরন উপস্থিত থাকবেন। সভায় জেলা ও মহানগর কর্তৃক গৃহীত কর্মসূচির অনুরূপ কর্মসূচি সকল উপজেলা আওয়ামী লীগকে পালন করার জন্য আহবান জানানো হয়।