ভর্তি পরীক্ষার প্রশ্ন বিক্রির অভিযোগে বরিশালে শিক্ষকসহ দু’জন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শুক্রবার বরিশালে এক কলেজ শিক্ষকসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা স্কুল এ্যান্ড কলেজের ইংরেজী শিক্ষক কবির হোসেন এবং তার পরিচালিত রূপান্তর কোচিং সেন্টারের তত্ত্বাবধায়ক রিয়াজ হাওলাদার।

বরিশাল কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান, শুক্রবার ভর্তি পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল বি.এম কলেজের বিপরীতদিকে রূপান্তর কোচিং সেন্টারের কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে প্রশ্নপত্রের কপিও উদ্ধার করা হয়েছে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সারাদেশের ১৪২টি কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বরিশাল বি.এম কলেজের অধ্যক্ষ ড. ননি গোপাল দাস বলেন, পরীক্ষা শুরুর আগেই আমরা খবর পাই, রূপান্তর কোচিং সেন্টারে প্রশ্ন কেনাবেচা চলছে। সাথে সাথে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। অধ্যক্ষের কাছ থেকে খবর পেয়েই উল্লেখিত দু’জনকে গ্রেফতার করা হয়েছে।