মামলা,গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে যুবদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

খোন্দকার কাওছার হোসেন : নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী ২দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২ জানুয়ারি দেশব্যাপী থানা-উপজেলা ও পৌর এলাকায় ও ৪ জানুয়ারি প্রতিটি জেলা সদরে প্রতিবাদ সমাবেশ।

সোমবার দুপুরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আবদুস সালাম আজাদ।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, যুবদলের সহ সভাপতি গিয়াসউদ্দিন খোকন, আ. বারী ড্যানি, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী, খালেক হাওলাদার, জাকারিয়া মঞ্জু, আলী আকবর চুন্নু, কাজী রফিক প্রমুখ উপস্থিত ছিলেন ।

লিখিত বক্তব্যে আবদুস সালাম আজাদ বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যুবদল অগ্রণী ভূমিকা পালন করছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরবসহ ২ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের সরকারের নীল নকশার অংশ। এভাবে মিথ্যা মামলা ও গ্রেপ্তার করে যুবদলের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, বিরোধীদলকে দমন-পীড়ন থেকে সরে না এলে ও নেতা-কর্মীদের মুক্তি না দিলে আগামী ৮ ও ৯ জানুয়ারি বিএনপির চট্টগ্রাম রোডমার্চের পর বৃহত্তর কঠোর আন্দোলনের  কর্মসূচি ঘোষণা করা হবে।  তিনি  অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।