বানারীপাড়ায় ভূট্টা চাষ প্রশিক্ষণের উদ্বোধন

বানারীপাড়া সংবাদদাতা ॥ শনিবার বানারীপাড়ায় বিডিএস’র উদ্যোগে এবং সিসা- সিমেন এর সহযোগিতায় উপজেলার চৌয়ারীপাড়ায় ভূট্টা চাষ কর্মসূচির প্রশিক্ষন উদ্বোধন করা হয়। দেশের পোল্ট্রি শিল্পের খাদ্য আমদানী নির্ভরতা কমানোর জন্য বিকল্প খাদ্য উৎপাদনের জন্য ভূট্টা চাষ গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে এ ধারণা থেকে এ কর্মসূচি গ্রহন করা হয়েছে। প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রধান অতিথি সিসা সিমেনের টেকনিক্যাল অফিসার মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রশিক্ষক উপজেলা কৃষি কর্মকর্তা হরিদাস শিকারী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আক্তার উজ্জামান। সভাপতিত্ব করেন বিডিএস’র এরিয়া ম্যানেজার এটি এম মোস্তফা সরদার।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কৃষি কর্মী মোঃ নাজমুল হোসেন। এ কর্মসূচির আওতায় উপজেলার সলিয়াবাকপুর, বানারীপাড়া সদর, চাখার ও উদয়কাঠি ইউনিয়নের ২শত জন চাষীকে প্রশিক্ষন ও উন্নতজাতের ভূট্টা বীজ বিতরণ করা হয়।