আগৈলঝাড়ায় রিকশা চালিয়ে জিপিএ-৫ পেয়েছে আব্দুল আলী

রিকশা চালিয়ে জিপিএ-৫ পেয়েছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আব্দুল আলী খান। উপজেলার ছয়গ্রামের মৃত সোনামদ্দিন খান ও হাছনবানুর ৩ ছেলে ৪ মেয়ের মধ্যে আলী সবার ছোট। পিতামাতা ১০বছর পূর্বে মারা যাওয়ায় অভাবের সংসারে বিভিন্ন প্রতিকূলতার মাঝেও ভাইদের সহযোগিতা ও নিজে মাঝে মাঝে রিকশা চালিয়ে পড়াশুনা করত। আলী কখনও খেয়ে কখনও না খেয়ে স্কুলে যেত। রিকশা চালিয়ে নিজ প্রচেষ্টায় এবং ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় বানিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার এই সফলতার কথা বলার সময় আলীর দু’চোখ দিয়ে অশ্র“ ঝড়েছিল। প্রথমশ্রেণী থেকে ভাল ছাত্র হওয়ায় তার মেঝভাই সিদ্দিক রিকশা চালিয়ে তাকে পড়াশুনার সহযোগিতা করত। এ সফলতার পেছনে স্থানীয় কোচিং সেন্টারের রুবেল ও মাসুমের অবদান রয়েছে বলে আলী জানায়। আলী তার কাঙ্খিত ফলাফল জেনে যতটা না খুশি হয়েছে বর্তমানে তার চেয়ে বেশী হতাশায় ভুগছে। উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছে আলী। বর্তমানে কোন বিত্তবানদের সাহায্য সহযোগিতা না পেলে ভাল কোন কলেজে ভর্তি হয়ে তার লেখাপড়া করা হবেনা বলেও সে জানায়।