গৌরনদী উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও কম্বল বিতরন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধীক শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার সকালে শিক্ষা উপকরন ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

উপজেলার নাঠৈ গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দ মতলেবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরন ও কম্বল বিতরন উপলক্ষে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল দশটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থানীয় কমিটির সদস্য ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম, ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ আকছানুল আলম, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের যুগ্ন সম্পাদক সৈয়দ জিয়াউর রহমান নবু, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সরদার আবুল কালাম শিক্ষক মানিক লাল আশ্চার্ষ্য প্রমুখ। শেষে তিনটি স্কুলের সহস্রাধীক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরন ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করা হয়।