কেল্লাপোশী মেলায় অবাধে চলছে জুয়া ও অশ্লীল নৃত্য

ওই সময় থেকে গাজীর বিয়ে উপলক্ষে কেল্লাপোশী দূর্গে নিশান উড়িয়ে তিন দিনব্যাপী আনন্দ উৎসব চলে। এলাকাবাসী অবিলম্বে মেলার নামে সকল ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবী জানিয়েছে। তিনদিনের অনুমতি নিয়ে শুরু কেল্লাপোশী মেলায় বিচিত্রা ও যাত্রার নামে ১৪ টি প্যান্ডেল করে তাতে চলছে অশ্লীল নৃত্য ও নগ্ন নারীদেহের প্রদশর্নী। এছাড়া অনুমোদনহীন লটারী ছাড়াও তিন তাস ও ডাবু বসিয়ে চলছে জমজমাট জুয়া। মেলায় আগত শত শত ক্রেতা বিক্রেতাদের নিকট থেকে জোর পুর্বক নেয়া হচ্ছে অবৈধ টোলের নামে চাঁদা। মেলায় বিচিত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়া বন্ধের জন্য কুসুম্বী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন, আওয়ামীলীগ নেতা হায়দার আলী, জুলফিকার আলী সনজু, মোশাররফ হোসেন প্রশাসনের নিকট লিখিত আবেদন জানিয়েছেন। তারা জানিয়েছেন, মেলায় অসামাজিক কার্যকলাপের আয়োজকদের সঙ্গে আওয়ামীলীগের কোন সম্পর্ক নেই। মেলায় আগত জুয়াড়ি ও যাত্রা বিচিত্রার আয়োজকদের সঙ্গে আলাপকালে জানা গেছে, পুলিশ প্রশাসন ও কতিপয় গণমাধ্যম কর্মীকে ম্যানেজ করেই মেলায় এসবের আয়োজন করা হয়েছে। এজন্য মেলায় আসা ১৪টি যাত্রা বিচিত্রার প্যান্ডেল প্রতি ‘বিশেষ চুক্তি’র মাধ্যমেই এসব চলছে। তিন দিনের জন্য মেলার অনুমোদন থাকলেও মেলাটি সাতদিন চলবে বলে জানা যায়।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম জানান, মেলায় কোন বিচিত্রা বা সার্কাসের অনুমতি নেই। কেউ বিচিত্রার নামে অশ্লীল নৃত্য চালালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।