পদ্মা সেতু বাস্তবায়নের দাবিতে বরিশালে বিএনপির মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা ॥ পদ্মা সেতু বাস্তবায়ন এবং বরিশাল-ঢাকা মহাসড়ক সম্প্রসারনের দাবিতে মঙ্গলবার সকালে বরিশালে মানববন্ধন করেছে জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দরা।

নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখ (সদর রোডে) ঘন্টাকালব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এম.পি বলেন, দক্ষিনাঞ্চলের জনগনের প্রানের দাবি পদ্মা সেতু। এ দাবি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের দ্বিতীয় প্রতিশ্রুতি ছিলো দূর্নীতি প্রতিরোধ করা। অথচ তাদের দূর্নীতির কারনেই পদ্মা সেতুর বাস্তবায়নের পথ বন্ধ হয়ে গেছে। এ সরকারের পক্ষে পদ্মা সেতু বাস্তবায়ন সম্ভব নয়। তিনি আরো বলেন, সারা দেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পরেছে। বরিশাল-ঢাকা মহাসড়ক এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। যার কারনে শ্রমিকরা পর্যন্ত মানববন্ধন করতে বাধ্য হয়েছে। পালন করেছে ধর্মঘট। বর্তমান সরকারের সময় বরিশালে কোন উন্নয়ন হয়নি। সরকারের ব্যর্থতার কারনে বরিশালবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে।

অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট কামরুল আহসান শাহিন, জেলা বিএনপির সহসভাপতি এস.এম সালেহ্ আহমেদ, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আয়শা তৌহিদ লুনা প্রমুখ। মানববন্ধনে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।