মাইক্রোবাসের যাত্রীরা সাবধান !

বিলাসবহুল যাত্রীবাহি (ভাড়ায় চালিত) মাইক্রোবাসে যাত্রী সেজে ভদ্রবেশী ছিনতাইকারীরা এবার শহর থেকে গ্রামে হানা দিয়েছে। গতকাল সোমবার সকালে বরিশাল থেকে বিলাসবহুল ওই মাইক্রোবাসের ছিনতাইকারীরা গৌরনদীর দুই ব্যাংক কর্মকর্তা ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মনিটরিং অফিসাররের সর্বস্ত্র লুটে নিয়েছে।
ছিনতাই কবলিত যাত্রী ও স্বেচ্ছাসেবী সংস্থা সিসিডিবির মনিটরিং অফিসার নাসরিন ইসলাম শেলী জানান, গতকাল সোমবার সকাল আটটার দিকে তিনি বরিশালের কাশিপুরস্থ বাসা থেকে কর্মস্থল গৌরনদীর উদ্দেশ্যে রওয়ানা হন। কাশিপুর সুরভী ফিলিং ষ্টেশনের সম্মুখ থেকে বিলাস বহুল মাইক্রোবাসে উঠে তিনি গৌরনদী আসার পথিমথ্যে মহাসড়কের বামরাইল নামকস্থানে পৌঁছলে মাইক্রোবাসে থাকা ভদ্রবেশে যাত্রীবেশী ৫/৬ জন ছিনতাইকারীরা তাকে পিস্তল ও ধারালো অস্ত্র ঠেকিয়ে নগদ ৪’শ টাকা ব্যবহৃত ২ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অপর দুই যাত্রী গৌরনদীর টরকী বন্দর ইসলামী ব্যাংকের এসিষ্ট্যান্ড অফিসার মনিরুল হক ও মনিরুজ্জামানের কাছ থেকেও ছিনতাইকারীরা একইভাবে তাদের সর্বস্ত্র লুটে নেয়। এক পর্যায়ে ওই তিন যাত্রীকে গৌরনদীর বাটাজোর নামক নিরর্জনস্থানে নামিয়ে দিয়ে ছিনতাইকারীরা মাইক্রোবাসে দ্রুত স্থান ত্যাগ করে।