বরিশালে জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে হামলা – সাংবাদিকসহ ২০ জন আহত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের হিজলা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী কর্মসূচীতে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে। হামলায় সাংবাদিকসহ বিএনপির ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ্ উদ্দিন ফরহাদ-এমপি অভিযোগ করেন, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার নিজ নির্বাচনী এলাকা হিজলায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির কর্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি বেগম সেলিমা রহমান। আলোচনা সভা শেষে কেক কাটার পূর্ব মুহুর্তে যুবলীগ ক্যাডার লোকমান ও ছাত্রলীগ ক্যাডার ফোরকানের নেতৃত্বে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা তাদের সভাস্থলে হামলা চালায়। হামলায় উপজেলা যুবদলের আহ্বায়ক বেল্লাল জমাদ্দার, যুগ্ম আহ্বায়ক রিপন দেওয়ান ও বিএনপি নেতা বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমানসহ কমপক্ষে ১৯ জন নেতা-কর্মী আহত হয়। এ সময় ছবি তুলতে গিয়ে ছাত্রলীগের হামলায় আহত হন বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের বরিশাল জেলা প্রতিনিধি শামিম আহম্মেদ। এ ঘটনায় সন্ধ্যায় বরিশাল প্রেসক্লাবে সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ সংবাদ সম্মেলন করেছেন।

হিজলা উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু জানান, বিএনপির নেতা-কর্মীরা উপজেলা সদরে শো-ডাউনের চেষ্টা করলে একটু উত্তেজনা সৃষ্টি হয়। হামলার অভিযোগ সঠিক নয় বলেও তিনি উল্লেখ করেন।