যৌন হয়রানির অভিযোগে বার্থীতে দুই বখাটেকে জরিমানা

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেলায় আসা এক গার্মেন্স শ্রমিককে যৌন হয়রানি দায়ে শনিবার বিকেলে ভ্রম্যমান আদালত নুরু সরদার (২২) ও স্বপন হাওলাদার (২৫) নামে দুই বখাটেকে দুই হাজার টাকা করে প্রত্যেককে জরিমানা আদায় করেছে।

গার্মেন্স শ্রমিক ও পুলিশ জানায়, পার্শবর্তী কালকিনি উপজেলার পূর্ব দর্শনা গ্রামের গার্মেন্স শ্রমিক (২০) শুক্রবার রাত সাতটার দিকে উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে যোগেন্দ্র নাথ মেলায় আসেন। রাত আটটার দিকে বাড়ি ফেরার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের বেজগাতি নামক স্থানে পৌঁছলে ওই গ্রামের তৈয়ব আলীর বখাটে পুত্র নুরু সরদার ও কালকিনি উপজেলার সাহেরামপুর গ্রামের স্বপন হাওলাদার তার পথরোধ করে। এক পর্যায়ে তাকে নানা ভাবে যৌন হয়রানি করে। তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে বখাটেদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আজ শনিবার বিকেল তিনটায় গৌরনদী থানার এস আই মোস্তাফিজুর রহমান গৌরনদী ভ্রম্যমান আদালত ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যায়। এ সময় ভ্রম্যমান আদালতের বিচারক  ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন উভয় পক্ষের বক্তব্য শুনেন। পরবর্তিতে যৌন হয়রানীর দায়ে বখাটে নুরু সরদার (২২) ও স্বপন হাওলাদারকে (২৫) দুই হাজার টাকা জরিমানা করেছেন।