সেপ্টেম্বরে শুরু হচ্ছে পদ্মা সেতুর নির্মাণ কাজ

এদিকে পাটুরিয়া-গোয়ালন্দ পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জন্য ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) অনুমোদনের জন্য ইতিমধ্যে পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ষষ্ঠ প্রকল্প হিসেবে দ্বিতীয় সেতু ইতিমধ্যে পরিকল্পনা কমিশনে অনুমোদিত হয়েছে। এ সেতুর দৈর্ঘ্য হবে ৬ কিলোমিটার। প্রস্থ ১৮ দশমিক ১ মিটার। দু’প্রান্তে সংযোগ সড়ক হবে ১৮ কি.মিটার। এটির ব্যয় ধরা হয়েছে ১ দশমিক ৯০ বিলিয়ন ডলার।
তবে প্রথম পদ্মা সেতু সম্পন্ন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলাসহ রাজধানী ও সারা দেশের সঙ্গে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠবে। দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু এশিয়ান হাইওয়ে এএইচ-১ (এশিয়ান হাইওয়ে-১) এ অবস্থিত হওয়ায় দক্ষিণ এশিয়ায় অবস্থিত দেশগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় বৈপস্নবিক পরিবর্তন আসবে। সেতু বিভাগের সমীক্ষা অনুযায়ী পদ্মা সেতু নির্মাণকাজ শেষ হলে প্রতিদিন এ সেতু দিয়ে দিনে ২১ হাজার ৩০০ যানবাহন যাতায়াত করতে পারবে। এছাড়া, ২০২৫ সাল নাগাদ এ সেতু দিয়ে ৪২ হাজারের মতো যান চলাচল করবে।

Source : ibnewsonline.com