ফেসবুক খুলে দেয়া হয়েছে

সাত দিন বন্ধ রাখার পর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক শনিবার খুলে দেয়া হয়েছে। রাত ১১টা ৩৮ মিনিটে সাইটটি খুলে দেয়া হয়। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান ম্যাঙ্গো টেলিকম সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবীর জানান, রাত ১১টা ৩৭ মিনিটে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ আমাকে ফেসবুক খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষনিক তা খুলে দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের অভিযোগ এনে ২৯ মে সাময়িকভাবে ফেসবুক বন্ধ (ব্লক) করেছিল বাংলাদেশ সরকার। এতে প্রায় সব মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং ফেসবুক খুলে দেয়ার জন্য আন্দোলন, বিক্ষোভসহ নানাভাবে সরকারের উপর চাপ আসতে থাকে। নানা কারণে পাকিস্তান সিরিয়া, চীন, ভিয়েতনাম ও ইরানে সম্প্রতি ওয়েবসাইটটি সাময়িক বন্ধের মুখোমুখি হয়। ফেসবুক ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর সদর দফতর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।