মেধাবীদের খোঁজে অভিনেতা আবুল হায়াত আগৈলঝাড়ায়

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ চলতি বছর এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও সুবিধা বঞ্চিত মেধাবী মুখ নিয়ে প্রামান্য ম্যাগাজিন অনুষ্ঠান নির্মানের জন্য অভিনেতা আবুল হায়াত গতকাল বুধবার বরিশালের আগৈলঝাড়ায় আসেন। তিনি উপজেলার প্রত্যন্ত বাকাল নিরাঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চা বিক্রেতা আল-মামুনের খোঁজে তার গ্রামের বাড়ি বাকালে এসেছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের অর্থায়নে বিটোপির আয়োজনে কারিগরি নির্মাতা গ্রপের অধীনে সারাদেশ থেকে ২৬ জন সুবিধা বঞ্চিত মেধাবী মুখ নিয়ে “মুখ প্রামান্য চিত্র” তৈরি করছেন জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত। ওই অনুষ্ঠানের উপস্থাপনা করছেন অভিনেত্রী বিপাশা হায়াত। বিশেষ ব্যবস্থাপনায় রয়েছেন আব্দুল আউয়াল সাঈদ। আর অনুষ্ঠানের রিপোর্টিং-এ রয়েছে এটিএন বাংলার রুমানা রুমি ও নাদিরা কিরণ। গতকাল বুধবার দুপুরে উপজেলার চা বিক্রেতা মামুনের খোঁজে তার নিজবাড়ি বাকাল গ্রামে আসেন আবুল হায়াত। তিনি মামুনসহ স্কুলের শিক্ষকদের স্বাক্ষাৎকার গ্রহন করেন। অভিনেতা আবুল হায়াত জানান, দৈনিক জনকন্ঠের মাধ্যমে তিনি চা বিক্রেতা আল-মামুনের সন্ধান পেয়েছেন। উল্লেখ্য, চা বিক্রি করে সংসারের ভরন পোষনের পাশাপাশি লেখা পড়া করে এবারের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হন আল-মামুন। এ সংক্রান্ত একটি রির্পোট গৌরনদী ডট কম ও দৈনিক জনকন্ঠে প্রকাশিত হয়েছিলো।