আগৈলঝাড়ায় দুই পল্লীবিদ্যুৎ কর্মচারীকে মারধর

বরিশালের আগৈলঝাড়ায় গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারনে  সংযোগ বিচ্ছিন্ন করায় দুই পল্লীবিদ্যুৎ কর্মচারীকে মারধর করা হয়েছে। ওই দুই কর্মচারীকে জিম্মি করে জোড়পূর্বক পূণরায় বিচ্ছিন্ন লাইন সংযোগ দিতে বাধ্য করানো হয়। খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ চার ঘন্টা পর তাদের উদ্ধার করে। 
পল্লীবিদ্যুৎ আগৈলঝাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঙ্গলাল কর্মকার জানান, উপজেলার বারপাইকা গ্রামের ব্রিজ সোসাইটি কমিউনিটি হেলথ ক্লিনিকে গত ৪ মাসে ৬ হাজার টাকার অধিক বিদ্যুৎ বিল বকেয়া থাকে। উক্ত বকেয়া বিল পরিশোধ না করায় গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর অফিস থেকে টেকনিশিয়ান মৃনাল কান্তি বিশ্বাস ও শিক্ষানবিশ লাইনম্যান রোকনুজ্জামান ব্রিজ সোসাইটি কমিউনিটি হেলথ ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করেন। লাইন বিচ্ছিন্ন করায় হাসপাতাল কর্তৃপক্ষ ফিরোজ শাহর নেতৃত্বে ৫/৬ জনের তাদের জিম্মি করে মারধর করে। এ পর্যায়ে মৃনাল ও রোকনুজ্জানকে  ভয়ভীতি প্রদর্শন করে জোড়পূর্বক পূণরায় বিচ্ছিন্ন লাইন সংযোগ দিতে বাধ্য করান। এ ঘটনায় পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ম্যানেজার দুর্জধন বালা বাদি হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মারধর করার কথা অস্বীকার করে ফিরোজ শাহ বলেন, জনস্বার্থে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন না করতে অনুরোধ করা হয়েছে। আমাদের অনুরোধ উপেক্ষা করে পল্লী বিদ্যুৎতের লোকজন সংযোগ বিচ্ছিন্ন করেন।