নায্যমূল্যে মুরগীর বাচ্চা পাওয়ার দাবিতে গৌরনদীতে ফার্ম মালিকদের মানববন্ধন

গৌরনদী অফিস ॥ সরকারের নির্ধারিত মূল্যে পোল্ট্রি মুরগীর বাচ্চা পাওয়ার দাবিতে গতকাল শনিবার বিকেলে বরিশালের গৌরনদীতে ফার্ম মালিকরা মানববন্ধন করেছেন।
পোল্ট্রি রক্ষা জাতীয় পরিষদ গৌরনদী শাখার উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের গৌরনদী শাখার সহসভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক দিলীপ কুমার মন্ডল, গৌরনদী শাখার সাধারন সম্পাদক কামরুজ্জামান কামাল, পোল্ট্রি ফার্ম মালিক আব্দুল হালিম সরদার, ফোরকান তালুকদার প্রমূখ। বক্তারা বলেন, একদিনের প্রতিটি বয়লার বাচ্চা ৩০ টাকা ও লেয়ার বাচ্চা ৩২ টাকায় সরকারের নির্ধারিত মূল্য থাকলেও সিন্ডিকেট করে হ্যাচারির মালিকরা প্রতিটি বাচ্চা ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি করেছে। আগামী  ১৫ দিনের মধ্যে সরকারের নির্ধারিত মূল্যে হ্যাচারীর মালিকরা মুরগীর বাচ্চা বিক্রি না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন।