বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

বরিশাল সংবাদদাতা ॥ কোন প্রকার সহিংস ঘটনা ছাড়াই অনেকটা শান্তিপূর্ন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বরিশালের আইনজীবী সমিতির নির্বাচন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টা মেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহন চলে।  নির্বাচনে ৭৪৯ জন ভোটারের মধ্যে ৬৯২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি সমর্থিতরা নীল প্যানেলে কার্যনির্বাহী কমিটির ১৬ টি পদের বিপরীতে পদে সভাপতি পদে একজন স্বতন্ত্র প্রার্থী সহ সব মিলিয়ে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ১৮দলীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে এ্যাড. মজিবর রহমান নান্টু এবং সম্পাদক পদে এ্যাড. মহসিন মন্টু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া আওয়ামীলীগ সমর্থিত জেলা সম্মিলিত আইনজীবী পরিষদের সভাপতি পদে এ্যাড. কেবিএস আহমেদ কবির ও সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ্যাড. গোলাম কবির বাদল।

সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশেই ভোট প্রদান করেন, আওয়ামী লীগের কার্য নির্বাহি কমিটর সদস্য এ্যাড. ইউসুফ হোসেন হুমাউন, বরিশাল সিটি মেয়র এ্যাড. শওকত হোসেন হিরন, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি, এ্যাড. জয়নুল আবেদিন, বিএনপি’র কেন্দ্রয়ি সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য এ্যাড. মজিবর রহমার সরোয়ার, বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুছ, যুবদলের সভাপতি এ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল, অগ্রনী ব্যাংকের পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম খান রাজন, জেলা বিএনপি সভাপতি আহসান হাবিব কামাল, সাধারন সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন, এ্যাড. আলী হায়দার বাবুল, প্রমুখ ভোট প্রদান করেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনার কাজ চলছিলো।