বৃষ্টি হার মানলো বরিশালের শিক্ষার্থীদের কাছে!

নিজস্ব সংবাদদাতা ॥ গুড়ি গুড়ি বৃষ্টিও রবিবার সকালে হার মানছে বরিশালের কোমলমতি ও তরুন শিক্ষার্থীদের কাছে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ চত্বরের গণজাগরণ মঞ্চ থেকে ঘোষিত কর্মসূচী গতকাল রবিবার সকাল দশটায় বরিশালে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়েছে। এসময় শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা সকাল দশটায় শপথ গ্রহন, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচী পালন করেছে। কর্মসূচী শুরুর প্রাক্কালে বৃষ্টি শুরু হওয়ার পর গৌরনদী পৌর এলাকার গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী জেসিকা আহম্মেদ জুঁই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে ওঠে, মেঘ দেখে কেউ করিসনে ভয়-আড়ালে তার সূর্য হাঁসে। কোমলমতি এ শিক্ষার্থীর আহবানে সারাদিয়ে সকল শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যে নেমে আসে স্কুল মাঠে। শুরু করে তাদের কর্মসূচী। কিছু সময় পর বন্ধ হয়ে যায় বৃষ্টি। এ যেন শিক্ষার্থীদের কাছে বৃষ্টির হারমানা।

বরিশালের সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে সকাল দশটা বাজার সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। পরবর্তীতে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার চলমান আন্দোলনের সাথে শিক্ষক ও শিক্ষার্থীরা একাত্বতা প্রকাশ করে শপথ গ্রহণ করেন।