আগৈলঝাড়ায় গাড়ি ভাংচুর মামলায় যুবদল ও ছাত্রদল ১০ নেতার জামিন লাভ

আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় হরতালে গাড়ি ভাংচুর মামলায় রোববার বরিশাল আদালত থেকে  যুবদল ও ছাত্রদলের ১০ নেতাকর্মী স্থায়ী জামিন পেয়েছে।

জানাগেছে, ১৮ দলীয় ঐক্যজোটের ডাকা গত ১১ নভেম্বরে মঙ্গলবারের হরতালের আগের রাতে  উপজেলার পূর্বসুজনকাঠি নামক স্থানে হরতাল সমর্থক যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা বরিশাল থেকে আগৈলঝাড়াগামী লোকাল বাস হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় আগৈলঝাড়া থানা পুলিশের এসআই সহিদুর রহমান বাদী হয়ে ছাত্রদল নেতা সাবেক জিএস মহিউদ্দিন পিন্টু, উপজেলা যুবদল  সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল মোল্লা, উপজেলা ছাত্রদল সহ-সভাপতি সালমান হাসান রিপন, সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার, আবু সাইয়েদ, মানিক সরদার, আবু সুফিয়ান, রনি, কাজল সহ ১০ জনের নাম উল্লেখ করে আরো ২০জন অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা দায়ের করে। ওই মামলায় হাইকোর্ট গত ১৮ ডিসেম্বর দু’মাসের আগাম জামিন দেয়। গতকাল ১৭ ফেব্রুয়ারি যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা বরিশাল নিন্মআদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বরিশালের সিনিয়ার জুডিসিয়াল ৪ নং আমলি আদালতের বিচারক মো. তসলিম আরিফ তাদের জামিন মঞ্জুর করেন। আসামীদের পক্ষে জামিন আবেদন করেন এ্যাড. জাহিদুল ইসলাম পান্না।