বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে বদ্ধ পরিকর -গোলাম কিবরিয়া টিপু এমপি

হুমায়ুন কবির, বাবুগঞ্জ॥ বাবুগঞ্জ-মূলাদী আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেছেন,শিক্ষার মান উন্নয়নে বর্তমান মহাজোট সরকার বদ্ধ পরিকর।প্রতিটি ছাত্রের লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়া দরকার। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ গুলো খেলাধুলায় অনেক খ্যাতি অর্জন করেছে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত।তিনি আরো বলেন,সন্ত্রাস ও দূর্নীতিবাজদের স্থান বাবুগঞ্জের মাটিতে হবেনা। সন্ত্রাসী যেই হোক না কেন তাদের ধরে আইনের হাতে সোর্পদ করবেন দেশের প্রচলিত আইনে ওদের বিচার করা হবে। তিনি গতকাল সকাল ১১টায় বাবুগঞ্জ রাজগুরু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা, সাংস্কেতিক ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান মজনূর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম মোর্শেদা আক্তার, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ,ক,ম মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, রহমতপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আঃ মতিন হাওলাদার, সহকারী শিক্ষা অফিসার নাসিমা বেগম, আ’লীগ নেতা আতাহার আলী মৃধা। সভায় বক্তব্যে রাখেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাসুদ করিম লাভু, সহ-সভাপতি মজিবুর রহমান বাচ্চু, পারভেজ মৃধা, প্রধান শিক্ষক মাসুদ আহম্মেদ, ছাত্রলীগ নেতা গোলাম কিবরিয়া, আবুল কালাম আজাদ, সাবেক ইউপি সদস্য জেলানী সাজওয়াল প্রমূখ। পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করেন। ওই দিন বিকালে সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু মোল্লারহাট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানে যোগদান করেন।