আগৈলঝাড়ায় এমপি ইউনুস’র একাধিক কর্মসূচীতে যোগদান

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ গতকাল শুক্রবার সংসদ এ্যাড. তালুকাদর মোঃ ইউনুস দিনব্যাপী আগৈলঝাড়ার বিভিন্ন কর্মসূচীতে যোগদান করেন।  এর মধ্যে দুপুরে বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামে প্রয়াত হাজী আবুল হাসেম ও তার স্ত্রী প্রয়াত সুমেত্র বান বিবির কুলখানিতে অংশ গ্রহণ করেন। এর পর বিকেলে দক্ষিণ চাত্রিশিরা যুব সংঘের উদ্যোগে ক্রিকেট টুর্ণামেণ্টের ফাইনাল খেলা দেখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম তালুকদার, আওয়ামীলীগ সভাপতি ইউসুফ হোসেন মোল্লা, এ্যাডভোকেট খালেক, বাগধা মডেল মাধমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক আঃ হামিদ খান, আওয়ামীলীগ নেতা এয়ার ফারুক বখতিয়ার, ইফতিয়ার বখতিয়ার, ইউনুস আলী  মিয়া, ক্লাব সভাপতি হালিম হাওলাদার, পেয়ারা বেগম প্রমূখ। পরে উত্তর চাত্রিশিরা গ্রামে ঢাকা পিলখানায় বিডিআর বিদ্রোহের নিহত কর্ণেল জাহিদ হোসেন চপলের গ্রামের বাড়ীতে ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলে যোগদান করেন। তিনি বরিশাল ফেরার পথে সন্ধ্যায় আগৈলঝাড়া গণজাগরণ মঞ্চে একাত্বতা প্রকাশ করেছেন। এসময় তিনি বক্তৃতায় বলেন, ধর্মপ্রাণ মুসলামানদের বিভ্রান্তি করে কুৎসা রটনাকারীদের বাংলার মানুষ রেহাই দেবে না। তিনি আরও  বলেন একাত্তরের ঘাতকদের চলমান আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে। তিনি জামায়াতে ইসলামী ধ্বংসাত্বক কর্মকান্ডকে পরিহার করে সুন্দরভাবে জীবন যাপনের আহ্বান  জানান। তিনি বলেন যারা ঘাতকদের রক্ষা করতে চান তারা দেশ ও জাতির শত্রু।