র‌্যাব সদস্যর ক্ষমতার দাপট

ওই গ্রামের প্রবীন ব্যক্তি আলমগীর হোসেন তালুকদার জানান, র‌্যাব-১২ কুষ্টিয়া অঞ্চলের ড্রাইভার মাহবুল আলম তালুকদার ছুটিতে গ্রামে এসে ক্ষমতার দাপট দেখিয়ে এলাকার নিরিহ লোকজনদের নানা ধরনের ভয়ভিতীসহ শারিরিক নির্যাতন করে। তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার সকাল সাড়ে আটটায় মাহবুল ও তার সহদর শাহাবুলসহ ৭/৮ জনে জোড়পূর্বক তার পুকুরের মাছ ধরতে যায়। এসময় তাদের বাঁধা দিতে গেলে ওই র‌্যাব সদস্যর নেতৃত্বে তার সমর্থকেরা তাকে মারধর শুরু করে। এসময় আলমগীরের আত্মচিৎকারে তার পুত্র সুমন তালুকদার ও সুজন তালুকদার এগিয়ে আসলে তাদেরকেও বেধম মারধর করা হয়। গুরুতর অবস্থায় সুমনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরো অভিযোগ করেন, বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য র‌্যাব সদস্য মাহবুল নানা কৌশল অবলম্বন করছেন। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি অশোক কুমার নন্দি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ডের বাস শ্রমিক সান্টু সরদার অভিযোগ করেন, র‌্যাব সদস্য মাহবুলকে অতিসম্প্রতি পরিবহনে না তুলে দেয়ায় মাহবুল তাকে লাঞ্চিতসহ র‌্যাব দিয়ে ধরে নেয়ার হুমকি দেয়া হয়।
অভিযোগের ব্যাপারে র‌্যাব সদস্য মাহবুল আলম তালুকদারের ব্যবহৃত মোবাইল ফোনে (০১৭২১-০০৬৭১২) একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করেও তা বন্ধ পাওয়া যায়।