সরিকলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ হত্যা ও ডাকাতি মামলার ৩২ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামি হারুন প্যাদাকে (৩৫) মঙ্গলবার রাতে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করেছে বরিশালের গৌরনদী থানা পুলিশ। মামলার পর থেকেই হারুন পলাতক ছিল।

পুলিশ জানায়, ২০০৬ সনের ১৪ অক্টোবর রাতে হারুন প্যাদাসহ সস্ত্রশ ডাকাত দল উপজেলার সরিকল গ্রামের রুচিয়া বেগমের বাড়িতে ডাকাতি করতে যায়। এসময় ডাকাত দল গৃহকর্ত্রীর পুত্র রফিককে হাত-পা বেঁধে হত্যা করে তার মাকে ভয় দেখিয়ে সর্বস্ব লুট করে নেয়। এ ঘটনায় রুচিয়া বেগম বাদি হয়ে হারুন প্যাদাসহ চার জনকে আসামি করে গৌরনদী থানায় মামলা দায়ের করেন। ২০১০ সনের ১১ জুলাই বরিশাল জেলা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সরদার মামলার আসামি হারুন প্যাদা, শহিদুজ্জামান ও শাহ আলমকে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ড এবং ডাকাতির অভিযোগে ৫ বছরের সশ্রম কারাদন্ডসহ ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের রায় ঘোষণা করেন। মামলায় অভিযুক্ত একজনকে বেখসুর খালাস প্রদান করা হয়। মামলার পর থেকে হারুন বিভিন্ন এলাকায় আতœগোপন করেছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গৌরনদী থানা পুলিশ উত্তরা থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হারুনের বাড়ি উপজেলার আধুনা গ্রামে। সে ওই গ্রামের মান্নান প্যাদার পুত্র।