বানারীপাড়ার বীরমহলে প্রতিবন্ধী কিশোরীর ইজ্জতের মূল্য কুড়ি হাজার টাকা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সীমান্তবর্তী বীরমহল গ্রামের ধর্ষিত প্রতিবন্ধী কিশোরীর ইজ্জতের মূল্য নির্ধারন করা হয়েছে কুড়ি হাজার টাকা। স্থানীয় একটি প্রভাবশালী মহল ধর্ষকের পক্ষালম্বন করে ধর্ষনের ঘটনাটি ধামাচাপা দেয়ার মনগড়া সালিশ বৈঠকের মাধ্যমে এ রায় ঘোষণা করেছে।

ধর্ষিতার পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে প্রতিবন্ধী কিশোরীকে (১৫) একা পেয়ে পাশ্ববর্তী চৌয়ারীপাড়া গ্রামের আবু বক্করের বখাটে পুত্র সজিব (২০) ঘরের পাশের নির্জনস্থানে নিয়ে মুখে ওড়না পেঁচিয়ে ধর্ষন করে। প্রতিবন্ধী কিশোরীর গোঙ্গানীর শব্দ পেয়ে তার নানা কাসেম আলী হাওলাদার ও নানী আনোয়ারা বেগম ঘটনাস্থলে বখাটে সজিবকে হাতেনাতে ধরে ফেলে। এসময় সজিব তাদের মারধর করে পালিয়ে যায়। বিষয়টি মীমাংসার কথা বলে বুধবার রাতে স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল খানসহ স্থানীয় একটি প্রভাবশালী মহল সালিশ বৈঠকের আয়োজন করে। বৈঠকে সালিশদ্বয় ধর্ষকের পক্ষালম্বন করে প্রতিবন্ধী ধর্ষিতার ইজ্জতের মূল্য কুড়ি হাজার টাকা নির্ধারণ করে। গতকাল বৃহস্পতিবার সালিশ বৈঠকের বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে।