গৌরনদীতে সহকারী সেটেলমেন্ট অফিসারের তদন্তের সময় প্রতিপক্ষের হামলায় আহত ৩

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের  গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের দক্ষিন শাহাজিরা গ্রামে পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার ৩ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারীদের বিরদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের হাজী আব্দুর রব খানসহ ৪ সহোদর, আদম আলী খানসহ ২ সহোদর এবং আব্দুল হাই খানসহ ৪ সহোদরের উত্তরাধীকার সূত্রে ৬৫ বছর ধরে ভোগ দখলে থাকা ৪ একর ২৬ শতাংশ জমি ভূয়া কাগজপত্র করে নিজের নামে মাঠ বেকর্ড করান ভূয়া মুক্তিযোদ্ধা আবদুর রহমান খান। এ বিষয়ে ভুক্তভোগীরা বরিশাল সেটেলমেন্ট অফিসে আপীল করলে গতকাল সহকারী সেটেলমেন্ট অফিসার সেকান্দার আলীম মোল্লা সরেজমিন তদন্তে যান। এ সময় রহমান খানের ছেলে পুলিশ কনস্টেবল নাসিরউদ্দিন শাহিন খান, সহোদর মাইনুদ্দিন, চাচাতো ভাই মোনাই, নজরুল, কামরুল, শফিক এবং তাদের ভাড়াটে ক্যাডার জসিম প্যাদা তদন্ত অফিসারকে প্রভাবিত করার চেস্টা করলে তারা বাঁধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা রব খান, তার চাচাতো ভাই মোঃ আলী খান এবং নিকটাত্মীয় মজিদ মীরকে মারধর করে। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে আহতদের পক্ষে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা
নেয়া হবে।