গৌরনদীতে দূর্গা মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় তিনজন গ্রেফতার ॥ পরিদর্শন

দেলোয়ার সেরনিয়াবাত ॥ বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী এলাকার বোরাদী গরঙ্গল সার্বজননী দূর্গা মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় গতকাল রবিবার সকালে তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে পুলিশ। অপরদিকে গতকাল রবিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম। এসময় তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা। একইদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি কালিয়া দমন গুহ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক ও চাঁদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে।

গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, শুক্রবার রাতে দূর্গা মন্দিরে অগ্নিসংযোগের সাথে জড়িত থাকার অভিযোগে দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামের বাদশা হাওলাদারের পুত্র ও কাছেমাবাদ কামিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষেল ছাত্র আমিনুল ইসলাম, একই গ্রামের এচাহাক আলী খলিফার পুত্র ও তিতুমীর কলেজের অর্নাস প্রথম বর্ষের ছাত্র মিজান খলিফা, পূর্ব গরঙ্গল গ্রামের মৃত বেলায়েত হাওলাদারের পুত্র বাহার হাওলাদারকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে।