আগৈলঝাড়ায় বরযাত্রীতে আসা মেয়েদের ছবি তোলার জের – সংঘর্ষে মহিলাসহ আহত-২০

নিজস্ব সংবাদদাতা ॥ বরযাত্রীতে আসা মেয়েদের ছবি তোলাকে কেন্দ্র করে গতকাল বুধবার দুপুরে দু’পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়। গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের প্রত্যন্ত দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামে। প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের লিটু বাহাদুরের কন্যা সাথী খানমের সাথে খুলনা সদরের সোনাডাঙ্গা থানা সদরের মোঃ বাবুল সরদারের পুত্র হাসিবুল ইসলাম জয়ের বিয়ের দিন ধার্য ছিল গতকাল বুধবার। সেমতে ওইদিন দুপুর দেড়টার দিকে পরিবহনযোগে বরযাত্রীরা কনের বাড়ির অদূরে আমবৌলা খেয়াঘাটের পূর্বপাড়ে পৌঁছায়। এসময় স্থানীয় গনি বততিয়ারের বখাটে পুত্র আমিন ও তার সহযোগীরা বরযাত্রীদের সাথে আসা মেয়েদের ছবি তুললে বরযাত্রীরা আমিনকে ছবি তুলতে বাঁধা দেয়। এনিয়ে বরযাত্রীদের সাথে আমিনের বাকবিতন্ডার একপর্যায়ে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বরযাত্রী রাকিব, শফিকুল, জুয়েল, ইসমাইল, তুহিন, হোসনেয়ারা বেগম, সোনিয়া আক্তার, তন্নি, শান্ত ও স্থানীয় মহিন, পনির, আমিনুর রহমান, গনি বকতিয়ারসহ কমপক্ষে ২০ জন আহত হয়। খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।