পৌর মেয়রের মহতি উদ্যোগে গৌরনদীর দশ হাজার কৃষকের মুখে ফুটেছে আনন্দের হাঁসি

নিজস্ব সংবাদদাতা ॥ সকল হতাশা কাটিয়ে অবশেষে বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার ছয়টি ইরি-ব্লকের প্রায় দশ হাজার কৃষকের মুখে ফুটে উঠেছে আনন্দের হাঁসি। আর এমনই একটি মহতি উদ্যোগ গ্রহন করেছেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। জানা গেছে, পালরদী নদী থেকে প্রবাহমান খালের ওপর নির্ভরশীল উপজেলার বেজহার, দক্ষিণপিঙ্গলাকাঠী, বাসুদেবপাড়া, কলাবাড়িয়া, হাজ্বীপাড়া ও মাহিলাড়ার ইরি-ব্লকের প্রায় দশ হাজার চাষীদের জমিতে পানি সেচের একমাত্র খাল হচ্ছে মোল্লারখালটি। গত দশদিন পূর্বে ওই খালের মধ্যে বাঁধ দিয়ে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ব্রিজ নির্মানের কাজ শুরু করেছে। ফলে ওইসব কৃষকদের জমিতে রোপিত ইরি ধান ক্ষেত পানির অভাবে ফেঁটে চৌঁচির হয়ে যায়। এ কারনেই কৃষকদের মাঝে নেমে আসে চরম হতাশা। উপায়অন্তুর না পেয়ে গতকাল বুধবার দুপুরে ভুক্তভোগী কৃষকেরা পৌর মেয়রের দারস্থ হন। তাৎক্ষনিক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ ঘটনাস্থলে পৌঁছে নিজস্ব অর্থায়নে বিকল্পভাবে কৃষকদের জমিতে পানি সেচের ব্যবস্থা করে দেন। ফলে হতাশা কাটিয়ে কৃষকদের মুখে ফুটে ওঠে আনন্দের হাঁসি। এসময় অন্যান্যদের মধ্যে গৌরনদী থানার ওসি আবুল কালাম, নলচিড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এইচ.এম শাহজাহান কবীর সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।