আগৈলঝাড়ায় মিথ্যে মামলার আসামি হয়ে মেধাবী ছাত্র রোকন পালিয়ে বেড়াচ্ছে

সরেজমিনে গিয়ে জানা গেছে, গত ২৭ জুন রাতে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা আগৈলঝাড়া উপজেলার মোহনকাঠী গ্রামের স্বপন রায়ের বাড়ির মনসা মন্দিরের প্রতিমা ভাংচুর করে। প্রতিমা ভাংচুরের  ঘটনায় ২৮ জুন সকালে স্বপন রায় বাদি হয়ে চারজনকে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি করা হয় স্থানীয় মোহনকাঠী বাজারের ব্যবসায়ী আব্দুর রহিম হাওলাদারের পুত্র ও মেধাবী ছাত্র রোকনউজ জামান হাওলাদারকে। মামলা দায়েরের পর পুলিশের গ্রেফতার আতংকে মেধাবী ছাত্র রোকন পালিয়ে বেড়াচ্ছে। রোকনের পিতা রহিম হাওলাদার জানান, তার পুত্র চলতি বছর এইচ.এস.সি পরীক্ষা দেয়। বর্তমানে রোকন দুই বছরের কোর্সে ডিজিটাল ফ্লিম এনিমেশন বরিশাল একমি আইটি লিমিটেডের শেষ বর্ষের ছাত্র। কোর্স শেষে আগামি দু’মাস পর তার ফাইনাল পরীক্ষা। তিনি আরো জানান, পরীক্ষা যখন অতিসন্নিকটে ঠিক সেই মুহুর্তে মিথ্যে মামলার আসামি হয়ে তার পুত্র রোকন এখন পুলিশের গ্রেফতার আতংকে পালিয়ে বেড়াচ্ছে। তিনি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করার জন্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।