নিজস্ব সংবাদদাতা ॥ মহানবীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে শুক্রবার বরিশাল নগরীতে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার মুসুল্লীরা। কোন ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলতলা মহামুদিয়া মাদ্রাসা, জামে এবায়দুল্লা মসজিদ, বাজার রোড মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসা থেকে মিছিল বের হয়ে আমানতগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়।