বরিশালের এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ইউএনও’র মামলা

নিজস্ব সংবাদদাতা ॥ প্রতারনার মাধ্যমে বেতন ভাতা উত্তোলনের অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

জানা গেছে, অনিয়মতান্ত্রিক ভাবে ম্যানেজিং কমিটি গঠন করার অভিযোগে মাদ্রাসা শিক্ষাবোর্ড ২০১২ সনের ১ আগষ্ট উপজেলার হোসনাবাদ এলাকার মোল্ল¬া মুজিবুর রহমান মাদ্রাসার কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি মনোনীত করে এডহক কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মাদ মাকসুদ চৌধুরী জানান, তিনি মাদ্রাসা বোর্ডের নির্দেশে একই বছরের ৪ ডিসেম্বর এডহক কমিটি গঠন করে সভাপতির দায়িত্ব গ্রহন করেন।  এরপর ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল করিম হাওলাদার গত নবেম্বর মাসের মাদ্রাসার শিক্ষকদের বেতন বিলের জন্য নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর নিয়ে রুপালী ব্যাংক শিকাপুর শাখা থেকে টাকা উত্তোলন করেন। ডিসেম্বর মাসের বিলে নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর না নিয়ে ভারপ্রাপ্ত সুপার মাদ্রাসা বোর্ড কর্তৃক বিলুপ্ত করা কমিটির সভাপতির স্বাক্ষর নিয়ে জালিয়াতির মাধ্যমে একই ব্যাংক থেকে বেতন বিল উত্তোলন করেন। বিষয়টি জানতে পেরে নির্বাহী কর্মকর্তা বাদি হয়ে গতকাল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা দায়ের করেন।