বরিশালে ছাত্রলীগ নেতাসহ দু’জনের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর সিএন্ডবি রোডের থানা কাউন্সিল সংলগ্ন এলাকা থেকে জাহিদ হোসেন জিতু (২২) নামের এক ছাত্রলীগ নেতা ও নগরীর ফকির বাড়ি রোডের ভাড়া বাসা থেকে জানে আলম (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে স্থানীয় সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

কোতয়ালী মডেল থানার এস.আই ফয়সাল আহম্মেদ জানান, স্থানীয় সংবাদের ভিত্তিতে সিএন্ডবি রোডের থানা কাউন্সিল সংলগ্ন এলাকার হামিদা মঞ্জিলের পেছনের ড্রেনের ওপর থেকে ওয়ার্ড ছাত্রলীগ নেতা জিতুর লাশ উদ্ধার করা হয়। লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি জানান জিতুর মাথায় ও বাম পাশের গালে আঘাতের চিহ্ন রয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাঃ আখতারুজ্জামান জানান, ভিসারা রিপোর্ট না আসা পর্যন্ত কিছইু বলা যাচ্ছে না। জিতু ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের প্রচার সম্পাদক। অপরদিকে শুক্রবার রাতে নগরীর ফকির বাড়ির মজিদ হাওলাদারের বাড়ি থেকে জানে আলম (৪৮) নামের এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের বড় ভাই নুরে আলম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জানে আলম মানসিক সমস্যায় ভূগছিলেন। গত ৪/৫ দিন ধরে সে নিখোঁজ থাকার পর বাড়ির অন্য ভাড়াটিয়ারারা ওই কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গলিত লাশ উদ্ধার করে।