বরিশাল জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন

নিজস্ব সংবাদদাতা ॥ সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে বরিশাল জেলা কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে গঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। এরপূর্বে রবিবার বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন শৃংখলা কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে বরিশাল জেলা আইন শৃংখলা কমিটির সদস্যদের সাথে যুক্ত করা হয়েছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবশ্রেণী ও পেশার প্রতিনিধিদের। সভার সভাপতিত্ব করেন  বরিশাল জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম।

এ কমিটি গঠন সংক্রান্ত একটি চিঠি গত ৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বরিশাল জেলা প্রশাসকের কাছে এসে পৌঁছেছে। সে অনুযায়ী এ কমিটি গঠন করা হয়। পদাধিকার বলে জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম বরিশাল সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভাপতি। কমিটির উপদেষ্টা করা হয়েছে জেলা পরিষদের প্রশাসক ডাঃ মোখলেসুর রহমানকে। এছাড়া সদস্য করা হয়েছে জেলা আইন শৃংখলা কমিটির সদস্যদের ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শ্রেণী ও পেশার প্রতিনিধিদের। জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম জানান, আগামী ২/১ দিনের মধ্যে পূর্নাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে। এছাড়া জেলার সবকটি উপজেলা, পৌর এবং ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে অনুরূপ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।