এতিমদের টাকা আত্মসাত – পাঁচ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা ॥ এতিমদের কথা বলে চাঁদা তুলে তা আত্মসাতের অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ নারাঙ্গল নেছার মহল দারুছ সুন্নাত এতিমখানার সম্পাদক, প্রচার সম্পাদক, কোষাধ্যক্ষ, অডিটর ও সহ-অডিটরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার মাদ্রাসার সহকারী শিক্ষক শেখ মোঃ মুহসিন বাদি হয়ে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক মোঃ আশরাফ উদ্দিন উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার আসামীরা হচ্ছে-দক্ষিণ নারাঙ্গল নেছার মহল দারুছ সুন্নাত এতিমখানার সম্পাদক মোঃ মাহামুদুল হাসান, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, কোষাধ্যক্ষ কবিরুল ইসলাম, অডিটর মোঃ জয়নুল আবেদীন, সহ-অডিটর রুহুল আমীন। আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সনে আসামিদেরকে এতিমখানা পরিচালনা কমিটির বিভিন্ন পদে পদায়ন করা হয়। বাদি মোঃ মুহসিন এলাকার ধর্নাঢ্য ব্যক্তিদের কাছ থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে চাঁদা তুলে এতিমখানা পরিচালনার জন্য সম্পাদকের হাতে দিয়ে আসছিলেন। এছাড়াও আসামিরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এতিমখানার নামে চাঁদা তুলে আসছিলো। পাশাপাশি ২৫ জন এতিম দেখিয়ে সমাজ সেবা অধিদপ্তর থেকে ২০১১ সন থেকে ৬ মাস অন্তর দেড় লক্ষ টাকা করে উত্তোলণ করে আসামিরা আত্মসাত করে। গত ৫ মার্চ এতিমখানার হিসাবের খাতায় যাচাই করে আত্মসাতের অর্থ ফেরত দিতে অনুরোধ করলে আসামিরা বাদিকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে।