দক্ষিণাঞ্চলের সর্বপ্রথম ইউনিয়ন – প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে মাহিলাড়ায়

নিজস্ব সংবাদদাতা ॥ “হিন্দু-মুসলিম ভাই ভাই, মাহিলাড়া সন্ত্রাস মুক্ত চাই”-শ্লোগানকে সামনে রেখে সন্ত্রাস ও নাশকতা মূলক কর্মকান্ডের বিরুদ্ধে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের সর্বপ্রথম ইউনিয়ন ভিত্তিক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে। গতকাল মঙ্গলবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এরপূর্বে সোমবার বিকেলে মাহিলাড়া ডিগ্রি কলেজের হলরুমে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনের উপস্থিতিতে কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পদাধিকার বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুকে সভাপতি করে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটিতে মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষক ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনসাধারনকে অর্ন্তভূক্ত করা হয়েছে। কমিটির উল্লেখযোগ্যরা হচ্ছেন-সদস্য অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহমেদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসাহাক আলী সরদার, আলমগীর হোসেন কবিরাজ, তৌহিদুল ইসলাম ইরান, সুধীর কুমার দাস (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, আঃ রব হাওলাদার, এইচ.এম হারুন-অর রশিদ, সমাজ সেবক আবুল কালাম মৃধা, আবুল হোসেন মোল্লা, মাওলানা আব্দুল মজিদ, রেজাউল করিম হারুন বয়াতী, সিকদার আবুল কালাম, মিজানুর রহমান হাওলাদার, মাষ্টার শাহাদাত হোসেন, আমিনুল ইসলাম রিপন, ইউপি সদস্য ওয়াজেদ আলী বেপারী, কামাল হোসেন, রহিমা বেগম, হাসনা হেনা, নারী নেত্রী মলিনা রানী প্রমুখ।