বরিশালের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে ডিআইজির মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের সংখ্যালঘু অধুষ্যিত আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের প্রত্যন্ত বাকপাড়া গ্রামের সরকার বাড়ির সার্বজনীন কালীমন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল রেঞ্চের ডিআইজি।

এসময় ডিআইজি ডাঃ আব্দুর রহিম উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতাবিরোধীরা মন্দিরের প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগ করে দেশে সাম্প্রদায়িক সংঘাতের অপচেষ্ঠা করছে। তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ পুলিশকে সহযোগীতা করার জন্য চলমান পরিস্থিতিতে প্রতিটি এলাকায় রাতে পাহারা বসানোর জন্য সকলের প্রতি আহবান করেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম তালুকদার, ওসি মোঃ সাজ্জাদ হোসেন, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, গণজাগরন মঞ্চের উপদেষ্টা ড. নিলকান্ত বেপারী প্রমুখ।