বরিশালে ট্যান্সফরমার চুরি – গ্রাহকদের ভোগান্তি – গ্রেফতার-৪

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজার সংলগ্ন প্রবীণ শিক্ষক আব্দুর রহিম মাষ্টারের বাড়ির পার্শ্ব থেকে বৃহস্পতিবার রাতে পল্লী বিদ্যুতের সু-বিশাল ট্যান্সফরমার চুরি হয়েছে। এতে ওই এলাকার প্রায় শতাধিক গ্রাহকদের ভোগান্তির পাশাপাশি ইরি-ব্লকের ম্যানেজারদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে। অপরদিকে জেলার বাকেরগঞ্জ থানা পুলিশ ট্যান্সফরমার চুরির অভিযোগে চোরাই মালামালসহ চারজনকে গ্রেফতার করেছে।

মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, বৃহস্পতিবার রাতের আধাঁরে সংঘবদ্ধ চোরেরা বাজার সংলগ্ন দক্ষিণ মাহিলাড়া গ্রামের প্রবীণ শিক্ষক আব্দুর রহিম মাষ্টারের বাড়ির পার্শ্ব থেকে সাড়ে ৩৭ কেভির পল্লী বিদ্যুতের ট্যান্সফরমার চুরি করে নিয়ে যায়। এতে ওই এলাকার প্রায় শতাধিক গ্রাহকদের ভোগান্তিসহ তিনটি ইরি-ব্লকের ম্যানেজারদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে। অপরদিকে বাকেরগঞ্জ থানার ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম’র নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল নগরী থেকে পিতা-পুত্রসহ ট্রান্সফরমার চোর চক্রের চার সদস্যকে চোরাইকৃত মালামালসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের নুরুল ইসলামের পুত্র সোহেল (২৫), উজিরপুরের উত্তর মুুন্সিরতালুক গ্রামের ধীরেন মন্ডলের পুত্র খোকন মন্ডল (২০), বাউফলের কাছিপাড়া গ্রামের ফারুক মৃধা (৩৮) ও তার পুত্র আল-আমিন মৃধা (১৯)।